Description
‘সত্যবাদী রাজা’ ‘দানবীর’ হরিশ্চন্দ্র বিনা বাক্যে অন্তঃপুর থেকে পরুষ কঠোরতায় টানতে টানতে হাজির করেছিল রাজ্ঞী শৈব্যাকে, সহস্র লোভী পুরুষের চোখের সামনে। হরিশ্চন্দ্রের সত্য রক্ষার্থে দাসী রূপে বিক্রয়যোগ্য পণ্য তখন সে। তারপর বছরের পর বছর অর্ধাহারে, অনাহারে, দাসীরূপে বালকপুত্রকে নিয়ে কেমন করে দিন কাটিয়েছিল শৈব্যা? এই সমগ্র সমাজ ব্যবস্থাটাকেই বা কীভাবে দেখছে শৈব্যা?