Description
নির্বাচিত গল্প সোমক দাস প্রচ্ছদ: সুপ্রসন্ন কুণ্ডু সোমক দাস যে-গল্প লেখেন, সেই গল্প আর কেউ লেখেন বলে জানি না। তাঁর গল্পের সব সূত্রই তাঁর যাপিত জীবন। এই লেখকের গল্প পড়া মানে কোলাহলময় এই শহর যে-নীরবতা ধারণ করে, গোপনে তা অন্বেষণ। এই অন্বেষণ আমাকে সমৃদ্ধ করে। যে-জীবন আমার অধরা, তাকে দেখতে পাওয়াও তো বড়ো পাওয়া। সোমক বাঘের গুহায় প্রবেশ করে যান না জেনে, নিষ্ক্রমণ জানেন কি জানেন না, তা বুঝে নিতে হবে তাঁর পাঠককে। এখানেই সোমক আমার প্রিয় গল্প-লেখক।
অমর মিত্র