Description
রবার্ট এরভিন হাওয়ার্ড, ২২শে জানুয়ারি ১৯০৬-১১ই জুন, ১৯৩৬, বেঁচে ছিলেন মাত্র তিরিশ বছর। এই সময়ের ভেতর বিভিন্ন ধরনের শৈলীতে পাল্প ফিকশন লিখে পাঠক সমাজে সেই সময়ে অন্যতম জনপ্রিয় লেখক হয়ে উঠেছিলেন। তাঁর মায়ের ছিল যক্ষা রোগ। জীবনের শেষ দিনটায় জানতে পারেন তাঁর মা কোমায় চলে গেছেন, আর কোন আশা নেই। এরপরই নিজের গাড়িতে গুলি চালিয়ে আত্মহত্যা করেন “সোর্ড অ্যান্ড সর্সারি” নাম জনরার জনক এই লেখক।
টেক্সাসে জন্মগ্রহণ এবং বেড়ে ওঠা। বুদ্ধিমান এবং দারুণ রকমের পাঠক ছিলেন। সাথেই ভালবাসতেন বক্সিং। অপেশাদার বক্সিং ম্যাচেও অংশ নিয়েছেন। ছোট থেকেই স্বপ্ন ছিল অ্যাডভেঞ্চার ফিকশনের লেখক হওয়ার। ১৯২৫ সালের জুলাই মাসে ‘উইয়ার্ড টেলস’ পত্রিকায় তার প্রথম লেখা প্রকাশিত হয়। ‘স্পিয়ার অ্যান্ড ফ্যাং’। সাম্মানিক পেয়েছিলেন ১৬ ডলার। তবে ১৯২৯ সালে প্রকাশিত ‘দ্য পিট অফ দ্যা সারপেন্ট’ তাঁকে সেই অর্থে প্রথম জনপ্রিয়তা এনে দেয়। প্রকাশিত হয়েছিল ‘ফাইট স্টোরিজ’ ম্যাগাজিনে। এরপরে, ৩০ বছর বয়সে আত্মহত্যা করেন। তাঁর মৃত্যুর আগে অবধি হাওয়ার্ডের লেখা নানা ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। যদিও আরও অনেক লেখকের মতোই তাঁর জনপ্রিয়তা চরমে ওঠে মৃত্যুর পরে।
Reviews
There are no reviews yet.