Description
পেশায় প্রকৌশলী আখলাকুর রহমান রাহী বর্তমানে কাজ করছেন বাংলাদেশের একটি মোবাইল ফোন অপারেটরে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে গ্রেজুয়েশন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমবিএ করেন। বাইসাইকেল আর নতুন জায়গা দেখার স্পৃহা থেকেই সুযোগ পেলে ঘুরতে বেড়িয়ে পরেন দেশের আনাচে কানাচে। ২০১২ সালে বাইসাইকেল নিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ ঘুরে বেরিয়েছেন একা একা। ২০১৫ সালে দেশের গণ্ডি পেরিয়ে মালয়েশিয়াতে ক্রস কান্ট্রি সাইক্লিং (থাইল্যান্ড বর্ডার থেকে সিঙ্গাপুর বর্ডার) করেন সমুদ্র তীর ধরে। পুরো পৃথিবী সহধর্মীনিসহ চক্কর দেয়ার ইচ্ছে তার বহুদিনের আর অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের।
পাহাড়ের প্রতি ঝোঁক থাকায় ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে সস্ত্রীক বেড়িয়ে পড়েন এভারেস্ট বেস ক্যাম্প (১৭৫৯৮ ফিট) ট্রেকিংয়ে।
এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিংয়ের রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার, প্রতিকূল প্রকৃতি এবং ভালোলাগা অনুভূতিগুলো নিয়ে লেখা “শুরু হোক হিমালয়” লেখকের প্রথম বই।
আমাদের মধ্যে পরিচিত গণ্ডির বাইরে নতুনকে আবিষ্কার করার উদ্দীপনা সচরাচর খুব একটা দেখা যায় না। শহুরে মানুষগুলো কর্ম ব্যস্ততার ভীড়ে যা যৎসামান্য সুযোগ পেয়ে থাকেন ঘুরে বেড়ানোর জন্য তার বেশীরভাগ সময়ই ব্যয় হয় বিলাসী হোটেলের আরাম কেদারায় কিংবা গিজগিজ করতে থাকা সমুদ্র তীরে। প্রকৃতির কাছাকাছি এসে তার মৌনতা উপভোগ করার মানসিকতা এখন প্রায় বিরল! যাও অল্প কিছু মানুষ আত্নার প্রশান্তির জন্য এক আধটু চেষ্টা করতেন তার আবার একটা বড় অংশই বিয়ের পর নিজেদের সম্পূর্ণ গুটিয়ে ফেলেন।
সহধর্মীনির হাতে হাত রেখেও যে বন্ধুর পথে অদেখার পানে পা বাড়ানো যায় সেই মনন যে একেবারে শূন্যের কোঠায়। ‘শুরু হোক হিমালয়” বই তাদের জন্য যারা মনে করেন বিয়ের পর বুঝি ভ্রমণ শিকেয় উঠলো! পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট বেস ক্যাম্পের মতো ট্রেক যেখানে পদে পদে অ্যাডভেঞ্চার, রোমান্স, মুগ্ধতা ও প্রকৃতির অপার ঐশ্বর্য্য লুকিয়ে আছে তা শুধু আপনাকে মুগ্ধই করবে না বরং সহধর্মীনির উপস্থিতি আপনার ভালো লাগার মাত্রা বাড়িয়ে দিবে কয়েকগুণ।
চেষ্টা করেছি এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকে নেপালের সহজ সরল মানুষগুলোর জীবনধারা, সংস্কৃতি, মজার মজার স্থানীয় রীতি, খাবার, ভাষা, জীবন সংগ্রাম, প্রাকৃতিক সৌন্দর্য, শেরপাদের জীবনধারা, উচ্চতা সংক্রান্ত জটিলতা, নয়নাভিরাম ধবধবে সাদা পর্বত এবং তার মধ্যেই লুকিয়ে থাকা ভয়ঙ্কর বিপদ থেকে অনেক কিছুই বিস্তারিত তুলে ধরার।
মোদ্দা কথা এভারেস্ট বেস ক্যাম্প আমাদের জন্য কি কি রসদ আর ঐশ্বর্য্য লুকিয়ে রেখেছে তা আপনার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠবে। ভোতা অনুভুতিগুলো যদি একটু হলেও আবার জেগে উঠে তার ছোট্ট একটি প্রয়াস এই ‘শুরু হোক হিমালয়’ বই!
Reviews
There are no reviews yet.