Description
এই প্রলোভনের পৃথিবীতে, এই ভুলিয়ে রাখার রঙিন পৃথিবীতেও মানুষ ভালোবাসা হারানোর যন্ত্রণা লালন করে… বুকের মধ্যে অনুভব করে চিনচিনে ব্যথা! হাজারো বলতে না পারা কথা নিয়েই কিছু মানুষ একদিন নিভে যায়। দুর্বল মুহূর্তে অথবা মুহূর্তের দুর্বলতায় মায়া বাড়ে—- হারিয়ে যাওয়া মানুষের প্রতি, ফুরিয়ে যাওয়া দিনগুলোর প্রতি, নিভে যাওয়া ঝাড়বাতির প্রতি, ফেলে আসা ছোটবেলার প্রতি! বিরহের আকাশে ভালোবাসার তারা ফোটে। বুকের মধ্যে লালন করা ঘৃণা গলে গিয়ে মায়ার জলপ্রপাতে ভেসে যায়। আজন্মলালিত ক্ষোভ, রাগ, অভিমান, অভিযোগ বিলীন হয়ে যায় বালিঘড়ির নিস্পৃহ প্রতীক্ষায়। শুধু ভাস্বর হয়ে ওঠে ভালোবাসা। অনুভূতির মিছিলে এমনই টুকরো টুকরো চেনা-অচেনা ছবি মুনমুনের কলমে হয়ে উঠেছে স্বগত সংলাপ, হৃদয়ের কথা…