Description
“এই দ্বন্দ্বের সমাধান আছে? এই যে এত এত মনে হওয়া ক্রমশ আছড়ে ফেলছে বাস্তব থেকে অবাস্তবে, এই যে এত কথা কবিতা হতে চেয়েও হয়ে উঠতে পারছে না আর এই যে এত কবিতা লিখছি ঠিকই, কিন্তু কথা হতে পারছে না।” দ্বন্দ্বের বাক্যালাপ। ভালবাসায়, অবসাদে, সম্মিলিতের পরাক্রমে, দুর্বল মুহূর্তে অথবা মুহূর্তের দুর্বলতায়-অনুভূতির মিছিলে। ক্যারাভ্যান উজাড় করে নেমে আসে কুড়িয়ে পাওয়া গল্পের দল। সেনাছাউনির বাঁধন নেই, স্কুলছুটির পর বাড়ি ফেরার মেজাজেই বরং ছড়িয়ে ছিটিয়ে খানিক। কাব্যগ্রন্থ বলে ডাকার সাহস জোটানো উচিৎ কিনা, তা ঠিক করার ভার রইল পাঠকের উপরই।