বাংলালাইভ আড্ডাস্কোপের এই পর্বে ফরাসি সাহিত্য বিশেষজ্ঞ চিন্ময় গুহ তাঁর সদ্য প্রকাশিত বই “আহাম্মকের অভিধান”-কে কেন্দ্র করে সাহিত্যের নানা শাখা-উপশাখায় অবাধ যাতায়াত করলেন কবি, প্রাবন্ধিক হিন্দোল ভট্টাচার্য্যর সঙ্গে আড্ডার ছলে। তাঁদের আড্ডা ও গল্পের সুর ধরিয়ে দিলেন পল্লবী বন্দ্যোপাধ্যায়